ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্ক, পদদলিত হয়ে ৪০ মুসল্লি আহত
বিশ্ব ইজতেমার ময়দানে একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নিচে পড়ে যায়। এ সময় মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করলে পদদলিত হয়ে অন্তত ৪০ জন আহত হয়।
রোববার (০২ ফেব্রুয়ারি) টঙ্গি ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রমজানের প্রস্তুতি: শাবান মাসের আমল ও ফজিলত
আহতদের মধ্যে টঙ্গীর পাগাড় এলাকার জাফর উদ্দিন জানান, আমি মোনাজাত করছিলাম। হঠাৎ সামনে হৈচৈ শুরু হলে মুসল্লিরা ছুটোছুটি করতে থাকে। ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়ে আমি আহত হই।
অপর আহত মকবুল হোসেন বলেন, আমি টিনশেড মসজিদের ভেতরে মোনাজাত ধরেছিলাম। হঠাৎ দেখি চারপাশে ধাক্কাধাক্কি শুরু হয়েছে। দৌড়ানোর সময় পড়ে গেলে মুসল্লিরা আমার উপর দিয়ে দৌড়ে গেলে আহত হই।
আরও পড়ুন: এবার রমজানে সেহেরী ও ইফতারের সময়সূচি প্রকাশ
টঙ্গি শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল বিন সিরাজ জানান, এখন পর্যন্ত ৪০ জনকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রোন আতঙ্কে মুসল্লিরা দৌড়াতে গিয়ে পদদলিত হয়ে আহত হয়।





