জিম্বাবুয়ের রেকর্ড ৪০৮ রান

ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত খেলছে জিম্বাবুয়ে। আগের ম্যাচেই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে করেছে ৪০৮ রানের রেকর্ড স্কোর। জিম্বাবুয়ের ওয়ানডে ইতিহাসে এটাই সর্বোচ্চ স্কোর। ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৮ রান তোলে জিম্বাবুয়ে। এর আগে ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে তারা ৭ উইকেটে ৩৫১ রান তুলেছিল। যা এত দিন ছিল সর্বোচ্চ।
ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ দলীয় স্কোরের তালিকায় অবশ্য ৪৯৮ রান করে সবার ধরাছোঁয়ার বাইরে আছে ইংল্যান্ড। গত বছরের জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে তারা এই স্কোর গড়েছিল।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
অনেকের মতে, জিম্বাবুয়ের ক্রিকেটে সুদিন ফিরে আসার আভাস এটি। আজ হারারেতে জিম্বাবুয়ের রেকর্ড স্কোরে বড় অবদান শন উইলিয়ামসের।
১০১ বলে ২১ চার ৫ ছক্কায় ১৭৪ রানের টর্নেডো ইনিংস খেলেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। এ ছাড়া ব্যাট হাতে ঝড় বইয়ে দিয়েছেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। অলরাউন্ডার রাজার ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৫ চার ২ ছক্কায় ৪৮ রান। আর বার্ল খেলেছেন ১৬ বলে ৩ চার এবং ৪ ছক্কায় ৪৭ রানের বিধ্বংসী ইনিংস। এ ছাড়া ওপেনার জয়লর্ড গুমবে ১০৩ বলে ৭৮ রানের ইনিংস উপহার দেন।
আরও পড়ুন: দোহায় বসুন্ধরা কিংসের হয়ে সম্ভাব্য অভিষেক কিউবা মিচেলের
যুক্তরাষ্ট্র ১২ ওভারে ৫০ বান তুলতেই শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ফেলেছে।