হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:১০ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৩ | আপডেট: ১০:১৮ পূর্বাহ্ন, ১১ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সম্মান বাঁচানোর ম্যাচে টস হেরে বোলিংয়ে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে আজ তৃতীয় ওয়ানডেতে টাইগাররা মাঠে নামবে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ২টায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদী।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

আফগানদের বিপক্ষে সিইরজের প্রথম দুই ওয়ানডেতেই হতাশজনকভাবে হারতে হয়েছে বাংলাদেশকে। দুই ম্যাচেই আফগান বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। রশিদ-মুজিবদের নিয়ে গড়া বিশ্বমানের বোলিং লাইনআপের বিপক্ষে কোন প্রকার প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে হারের পরই অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অবসরের ঘোষণা দেওয়াটা প্রভাব ফেলে পুরো দলের ওপরই। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তামিম অবসর ভেঙে ফিরলেও এই সিরিজে আর খেলছেন না তিনি। তার পরিবর্তে পরের দুই ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব পান লিটন দাস। 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতেই খেলতে নামবে বাংলাদেশ। গত আট বছরে ঘরের মাঠে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরেছিলো একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে। এবার সেই বাংলাদেশকে সিরিজ হারলো আফগানদের কাছেও। সিরিজ হারলেও এখন ঘরের মাঠে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।