ফাইনালে ভারত হারতে পারে ৩৮৫ রানে: মিচেল মার্শ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৩ | আপডেট: ৭:৩৪ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবার কে জিতবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ? দেখতে হলে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিশ্বকাপ ক্রিকেটে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। খবর: হিন্দুস্তানটাইমস

তার আগে শুক্রবার হঠাৎ সামনে আসে মিচেল মার্শের একটি সাক্ষাৎকার। যেটা তিনি ২০২৩ আইপিএল চলাকালিন ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকে দিয়েছিলেন। পডকাস্টের ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। ফাইনালে ভারতকে তারা ৩৮৫ রানের বিশাল ব্যাবধানে হারাবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

অর্থাৎ তারা আগে ব্যাট করে ২ উইকেটে ৪৫০ রান তুলবে। জবাবে ভারত মাত্র ৬৫ রানে অলআউট হবে। ৩৮৫ রানের বিশাল জয়ে তারা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবে। তার প্রথম ভবিষ্যদ্বাণীটি সত্যি হয়েছে। ফাইনালে উঠেছে ভারত-অস্ট্রেলিয়া। দ্বিতীয় ভবিষ্যদ্বাণীও কি সত্যি হবে?

অবশ্য অস্ট্রেলিয়া এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের সামনে হেক্সা মিশন।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

মার্শ অবশ্য এবার দারুণ ছন্দে আছেন। ১০ ম্যাচ খেলে ৫৩.২৫ গড়ে রান করেছেন ৪২৬টি। স্ট্রাইক রেট বিস্ময়কর, ১০৮। ফাইনালে নিঃসন্দেহে তার ব্যাটে ভরসা রাখবে অজিরা।

চলতি বিশ্বকাপের আসরে রেকর্ড অষ্টম বারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে অজিবাহিনী। এর আগে তারা ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। অন্যদিকে, ১৯৮৩, ২০০৩ এবং ২০১১ সালের পর চতুর্থ ফাইনালে উঠেছে ভারত। তাদের দুর্দান্ত ফর্ম ও ঘরের মাঠ বিবেচনায় সব ফলই ভারতের পক্ষে কথা বলছে! তবুও আহমেদাবাদের বহুল আকর্ষণীয় ফাইনালে কারা জিতবে তা সময়ই বলে দেবে।