বাংলাদেশ বনাম শ্রীলংকা টেস্ট সিরিজ

পেসারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৪ | আপডেট: ৬:৫৪ পূর্বাহ্ন, ২২ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি পেসারদের তোপে সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। সফরকারীদের টপ ও মিডল-অর্ডার রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে দিয়েছেন পেসার খালেদ আহমেদ। মধ্যাহ্নভোজের বিরতির আগেই লঙ্কানদের অর্ধেক দলকে সাজঘরে পাঠিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করা শ্রীলঙ্কার সংগ্রহ ২২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৯২ রান।

শুক্রবার (২২ মার্চ) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফিল্ডিংয়ে নেমে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক বলে শুরুতেই প্রমাণ করেন পেসাররা। সবুজ উইকেটে নতুন বলে একের পর এক দুর্দান্ত ডেলিভারি দিতে থাকেন খালেদ-শরিফুলরা। টাইগার পেসারদের সুইংয়ে রীতিমত খাবি খায় লঙ্কানরা।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

সাদা পোশাকে সকালটা রাঙিয়ে তুলেছেন পেসার খালেদ আহমেদ। প্রথমে ওপনার নিশান মাদুষ্কাকে (২) মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে ফেরান। দ্বিতীয় ওভারেই আসে প্রথম সাফল্যের দেখা। আরক ওপেনার দিমুথ করুনারত্নে ১৭ রান করে খালেদের বলে বিভ্রান্ত হয়ে বোল্ড হন। ১৬ রান করা কুশল মেন্ডিসকে জাকির হাসানের তালুবন্দি করে সাজঘরের পথ দেখান খালেদ। নাজমুল হোসেন শান্তর থ্রোতে রানআউট হয়ে আসা যাওয়ার মিছিলে লঙ্কানদের সর্বশেষ শিকার অ্যাঞ্জেলো ম্যাথুস (৫)।


আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক