এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ
আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে যুব এশিয়া কাপের খেলা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। এই প্রস্তুতির জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এই দল ঘোষণা করা হয়। অধিনায়ক হিসেবে থাকছেন আজিজুল হাকিম তামিম, সহ-অধিনায়ক হিসেবে জাওয়াদ আবরার।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন বাংলাদেশে উপেক্ষিত আরহাম
ইনজুরির কারণে পেসার আল ফাহাদ এই দলে জায়গা পাননি। এছাড়া, সর্বশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকারও স্কোয়াডে থাকছেন না। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন অফ-স্পিনার শেখ পারভেজ জীবন।
বাংলাদেশ যুব এশিয়া কাপ স্কোয়াড:
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।
স্ট্যান্ডবাই খেলোয়াড়:
রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।





