দোয়ারায় ব্যবসায়ি ও চেয়ারম্যান পরিবারের বিরুদ্ধে ফেইসবুক ফেক আইডিতে অপ-প্রচার

Any Akter
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ৭:৪২ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বেশ কয়েকটি ফেইক (ভুয়া) আইডি খুলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। মানহানীকর অপপ্রচারে এমন হয়েছে যে, ভুক্তভোগীরা রীতিমতো অসহায় বোধ করছেন। যে কারনে চেয়ারম্যান পরিবার সহ অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের পাশাপাশি চেয়ারম্যান পরিবারের লোকজনও থানায় সাধারন ডায়রী করার প্রস্তুতি নিচ্ছেন। এসব অপ-প্রচারকারী নিকৃষ্ট ব্যক্তিদের ফেইক আইডি সনাক্তের পর সাইবার ট্রাইবুনালে মামলার প্রস্ততি চলছে। 

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিগত প্রায় জুলাই-আগষ্টের পর ব্যবসায়ি ইকবাল খান ও চেয়ারম্যান পরিবার সহ গন্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে'জমিন বিহীন জমিদার,প্রবাস থেকে বোগলা বাজার ছাত্রদল,এ,আর,রহিমসহ একাধিক ফেইসবুক ভুয়া (ফেইক) আইডিতে বিশিষ্ট শিক্ষাবিদ বর্তমান চেয়ারম্যান পরিবার,ব্যবসায়ি ইকবাল খান,হাজী আব্দুশ শহীদ গংরা  ভূমিখেকো এবং অন্যের জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে। তারা চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির উশৃংখল লোক বলেও হুমকি দিচ্ছেন ফেইক (ভুয়া) আইডিতে। অসৎ উদ্দেশ্যে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান ও ব্যবসায়ি পরিবারের বিরুদ্ধে। ওই সকল আইডি থেকে মিথ্যা-ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব অপ-প্রচারের কারনে চেয়ারম্যান,ব্যবসায়ি সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ বিব্রতকর অবস্থায় পড়ছেন। ইতিমধ্যে ফেইক আইডি’র বিরুদ্ধে সাধারন ডায়রী করারও প্রস্তুতি চলমান রয়েছে। থানা পুলিশ বলছে, এসব আইডি সনাক্ত করতে আইন-শৃংখলা বাহিনী গোয়েন্দা শাখার (সিআইডি) স্পেশাল ব্রাঞ্চের (আইটি শাখা) কাজ করছে। সময় বেশী লাগলেও এসব ফেইক আইডি সনাক্ত করা যাবে। 

আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর

ব্যবসায়ি ইকবাল খান বলেন,বেশ কয়েক মাস ধরেই কয়েকটি ভুয়া আইডি থেকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে। একটি সিন্ডিকেট চক্র তাদের স্বার্থ হাসিল না হওয়ার কারণে আমার কাছে নগদ ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করছে। এদিকে মোনায়েম মোল্লার সন্ত্রাসী-বকাটে ছেলে মামুন মিয়া তার ভাই আল-আমিন,মৃত আব্দুর রহমানের ছেলে সন্ত্রাসী শাহজাহান মিয়া গংদের মাধ্যমে আমার পৈত্রিক ভোগদখলীয় উচ্চ মূল্যের বাজারের ভীট রকম ভূমি জোরপূর্বক আব্দুর রশীদ ও পাবেল গংদের দখল দিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। বর্তমানে আমি সহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ করে আমার বড় ভাই বগুড়ায় আমাদের নিজস্ব  একটি হাসপাতালের পরিচালনার দ্বায়িত্বে আছেন,দ্বিতীয় ভাই চেয়ারম্যান সাহেব ঢাকায় চিকিৎসাধীন,তৃতীয় ভাই আর্মি থেকে সদ্য অবসরপ্রাপ্ত এমবিবিএস বগুড়া হাসপাতালে কর্মরত আছেন এবং আমিও ব্যবসায়িক বিভিন্ন কাজে বেশিরভাগ সময় সিলেটে থাকি। বাড়িতে আছেন শুধু বায়োবৃদ্ধ বাবা হাজী আব্দুস শহীদ। ঐ ভূমিখেকো সন্ত্রাসীরা যে কোন সময় আমাদেরকে উচ্ছেদ করে আব্দুর রশিদ ও পাবেল গংদের দখল দিতে পারে। তাই স্থানীয় প্রশাসন সহ জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এই ফেইক আইডি সামাজিক অস্তুুষ সৃষ্টি করতে পারে,এটাকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এসব অপপ্রচারকারি নিকৃষ্ট ব্যক্তিদের ফেইক আইডি সনাক্ত হলেই সাইবার ট্রাইবুনালে মামলা করবো। পরিশেষে ঐ অপ-প্রচারকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

হাজী আব্দুস শহীদ বলেন,২০০৪ সালে আব্দুর রশিদের কাছে আমি তিন দাগে জায়গা বিক্রি করেছি। কিন্তু সে ঐ জায়গা নিতে রাজি না। আমার ভোগদখলীয় উচ্চ মূল্যের জায়গা নিতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। তাই  ফেইসবুকে'জমিন বিহীন জমিদার,প্রবাস থেকে বোগলা বাজার ছাত্রদল,এ,আর,রহিম নামক ফেইক ভুয়া আইডিতে দেখলাম আমি সহ আমার ছেলেদের বিরুদ্ধে বাজে মন্তব্য করছে। এবিষয়ে অপ-প্রচারকারিদের সনাক্ত করে গ্রেপ্তার এবং এসব অপ-প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।

আরও পড়ুন: আপনার মোবাইলই আপনার অফিস: স্মার্টফোন দিয়ে ব্যবসা চালানোর ৭ উপায়

দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামসউদ্দীন বলেন,চেয়ারম্যান পরিবারের বিরুদ্ধে অপপ্রচার এবং হুমকির বিষয়ে বিট অফিসার বলতে পারবে। তবে আইডি সনাক্ত করা গেলে পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা অনেকটাই সহজ হবে