ঢাকায় বৃষ্টির আশঙ্কা, হতে পারে বজ্রপাতও
সোমবার রাত থেকে বজ্রপাতের আশঙ্কা, জানালেন আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ
মৌসুমের শেষ বৃষ্টিবলয়ে প্রবেশ করেছে বাংলাদেশ। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে কমবেশি। তবে এর মধ্যেই সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বজ্রপাতের আশঙ্কা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
আরও পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে: বেড়েছে শীতের তীব্রতা
সোমবার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে গবেষক পলাশ লিখেছেন,
সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: মাঝামাঝি শৈত্যপ্রবাহের আভাস, উত্তরাঞ্চলে হিমেল হাওয়া
যেসব জেলায় বজ্রপাতের আশঙ্কা:
ঢাকা বিভাগ: ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ঢাকা
রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট
খুলনা বিভাগ: মাগুরা
বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী, ভোলা
চট্টগ্রাম বিভাগ: চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া
রংপুর বিভাগ: লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের শেষ বৃষ্টিবলয় এখন দেশের ভেতরে অবস্থান করছে। এর ফলে সারাদেশেই বৃষ্টি অব্যাহত রয়েছে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাত ধীরে ধীরে কমলেও অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
গবেষক মোস্তফা কামাল পলাশ নাগরিকদের প্রতি পরামর্শ দিয়েছেন, বজ্রপাতের সময় উন্মুক্ত মাঠ বা পানির ধারে অবস্থান থেকে বিরত থাকতে হবে। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারেও সতর্কতা অবলম্বন করা উচিত।
-





