গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানা-নাতির মৃত্যু

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৩ | আপডেট: ৪:০৬ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে নানা ও নাতির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বালিয়াগড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

আরও পড়ুন: বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১০

পানিতে ডুবে মারা যাওয়া নানা আয়নাল হকের (৬০) বাড়ি বালিয়াগড়া গ্রামে। আর নাতি একই গ্রামের সৌদি প্রবাসী আবদুর রহিমের ছেলে হাবিবুর রহমান (১২)। 

স্থানীয়রা জানান, নাতি হাবিবুর রহমান নানা আয়নাল হকের বাড়িতে বেড়াতে আসে। এর পর বিকালে নানা নাতি একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে নাতি পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে নানা আয়নাল হক ডুবে যান। 

আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।