কারাবন্দি ভারতীয় নাগরিকের মরদেহ ৭ মাস পড়ে থাকার পর সৎকার

Any Akter
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে সাত মাস পড়ে থাকা রাজন (৬০) নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করা হয়েছে।  বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার শ্মশানঘাটে মরদেহটি সৎকার করে কারাগার কর্তৃপক্ষ।

নিহত রাজন ভারতের দিল্লির প্রদেশের দিলীপের ছেলে তবে তার জেলার ও থানার নাম জানা যায়নি।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানায়, রাজনকে ২০২২ সালে আগস্টের ২৫ তারিখে জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা হলে ২০২৩ সালের ১৯ নভেম্বর এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাজার মেয়াদ শেষ হওয়ায় তিনি আর পি বন্দি হিসেবে কারাগারে ছিলেন। গত ১৮ মে তিনি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই তার মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়।

শরীয়তপুর জেল সুপার বজলুর রশিদ বলেন, রাজন আর পি বন্দি ছিলেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর থেকে মরদেহটি ছয় মাসের অধিক সময় ধরে হিমাগারে রাখা ছিল। পরে দুইদেশের উচ্চ পর্যায়ে সভার মাধ্যমে মরদেহটি সৎকার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সৎকার শেষে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দেবো।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার