রাঙামাটির কুতুকছড়িতে আগুনে পুড়ে ছাই ৯টি দোকান ও বসতঘর

রাঙামাটির কুতুকছড়ি বাজারে আগুনে পুড়ে গেছে ৯টি দোকান ও বসতঘর। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি সদরের কুতুকছড়ি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলাবাহিনী ও স্থানীয়রা।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুকছড়ি বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে কাঁচা দোকান ও সংযুক্ত বসতঘর মিলিয়ে মোট ৯টি স্থাপনা পুড়ে যায়। আশপাশে ফায়ার সার্ভিস না থাকাতে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাদের সঙ্গে যোগ দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাঙামাটি সদর থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, কুতুকছড়ি বাজারে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই আমরা রওনা করি। ঘটনাস্থলে পৌঁছে আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও সংযুক্ত বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সবগুলোই কাঁচাঘর ছিল। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি, তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে