ফতুল্লায় কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে কাপড় ও গোডাউনের ভবন পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
আরও পড়ুন: টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু
রবিবার সকাল ৯টায় ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় মজিবুর মাস্টার গার্মেন্টস হুশিয়ারি গোডাউনে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে— বিদ্যুতের তার ছিঁড়ে গোডাউনের চালে পড়ে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলের আশপাশে পানি না থাকায় দুটি ইউনিট চেষ্টা চালিয়ে দুই ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুনে কাপড় ও গোডাউন পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তদন্তের পর ক্ষতির পরিমাণ জানানো হবে।





