নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২৬ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ চিহ্নিত ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ জানুয়ারী) রাত সাড়ে ৮ টায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

আটককৃতরা হলেন, রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা (মাঝের বাড়ী) গ্রামের কামাল মিয়ার ছেলে কাজল ওরফে সুজন মিয়া (২৭), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর গ্রামের জসিম ভূঁইয়ার ছেলে মহসিন ভূঁইয়া (৩৭) ও একই উপজেলার সেনারবদি গ্রামের সোহাগ মিয়ার ছেলে সবুজ মিয়া (২২)। এসময় কাজল ওরফে সুজন মিয়ার কাছ থেকে আড়াই শত পিস ইয়াবা ট্যাবলেট এবং মহসিন ও সবুজ মিয়ার কাছ থেকে ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

ডিবি ওসি জানান, শনিবার বিকেলে উপপরিদর্শক মো. জামিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক দিপক কুমার এর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা এলাকায় অভিযান পরিচালনাকালে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কাজল ওরফে সুজন মিয়াকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হন।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

ডিবির একই দল একই দিনে আরেক অভিযানে রায়পুরা উপজেলার আলগী বড়হাটির নৌকাঘাট হতে ৩০ কেজি গাঁজা সহ মহসিন ও সবুজ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন। 

এ বিষয়ে রায়পুরা থানায় মাদক আইনে পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।