ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুরের মহাসড়কে ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারা গেছে এক যুবক। নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (২৫)। এ ঘটনায় পিকআপচালক রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কে (মজু চৌধুরীর হাট সড়ক) দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
আহত রুবেল ও প্রত্যক্ষদর্শীরা জানান, মজু চৌধুরীর হাট থেকে বালু নিয়ে ড্রাম ট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের শ্রমিক আব্দুর রহিম মারা যান। গাড়িচালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুস সালাম বলেন, একজনকে মৃত অবস্থায় পেয়েছে। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে সাগর নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।