নাটোরে অবিশ্বাস্য দরে বিক্রি হচ্ছে সবজি

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৪ | আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রমজান শুরুর আগেই ঢাকার বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে জ্যামিতিক হারে। সবজির দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশ। রমজান শুরুর কয়েক দিনের মধ্যেই সবজিসহ নিত্যপণ্যের দাম বেড়েছে বহু গুণ। ক্রেতা-ভোক্তারা হতাশায় দিশাহারা। ঢাকার বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও নাটোরে অবিশ্বাস্য দরে বিক্রি হচ্ছে সবজি। 

কয়েক দিন আগেও নাটোরে বেগুন বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে মাত্র ২ থেকে ৫ টাকা কেজি দরে। মুলা ২ থেকে ৫ টাকা, লাউ ৫ থেকে ৭ টাকা, শসা ২০ থেকে ৩০ টাকা, করলা ২০ থেকে ৪০ টাকা, লালশাক এক টাকা আটি, ধনেপাতা ৫ থেকে ১০ টাকা কেজি। এক সপ্তাহের ব্যবধানে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরের পেঁয়াজ নেমে এসেছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। কাঁচা মরিচ গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

এ দিকে নাটোরে কম দামে সবজি কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। কিন্তু সবজির বাজারে এমন ধস নামায় দিশেহারা কৃষক। মৌসুমের শুরুতে উৎপাদিত সবজির ভালো দাম পেয়েছিলেন কৃষকরা। আশা ছিল ভরা রমজানে আরও বেশি দামে বিক্রি করবেন। উল্টো রমজানের সপ্তাহ পার হওয়ার আগেই সবজির দাম তলানিতে গিয়ে ঠেকেছে। সবজি বিক্রি করে পরিবহন খরচই উঠছে না তাদের।

এ প্রসঙ্গে নাটোরের ভারপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা জুয়েল সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কৃষকদের সঙ্গে কথা বলে জানতে পারব হঠাৎ কেন বাজারের এই অবস্থা হলো।’

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার