ফেন্সিডিলের চালানসহ মাদক কারবারি গ্রেফতার

Abid Rayhan Jaki
আব্দুল্লাহ আল আমিন, রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ০৪ জুন ২০২৪ | আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন, ০৪ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

র‌্যাব-১৩, দিনাজপুরের একটি অভিযানে মাদক কারবারি মোঃ রানা (৩৩) কে ২২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন রেল স্টেশন গামী বিসমিল্লাহ এগ্রো দোকানের সামনে অভিযান পরিচালনা করে র‌্যাব তাকে আটক করে।

র‌্যাব-১৩'র উপ পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৪ জুন সকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন রেল স্টেশন গামী বিসমিল্লাহ এগ্রো দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মৃত আব্দুস সালামের ছেলে মোঃ রানা (৩৩), গ্রাম-দপ্তরীপাড়া, সদর পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর এর সাথে থাকা বাশেঁর তৈরি ঝুড়ি বিধি মোতাবেক তল্লাশী কালে উক্ত বাশেঁর তৈরি ঝুড়ির মধ্যে লিচুর পাতা দিয়ে বিশেষ কায়দায় (লিচুর ঝুড়ি সাজিয়ে) লুকানো অবস্থায় ২২০ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ তাকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। 

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী দিনাজপুর এলাকার মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম। সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশল ব্যবহার করে মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখের আড়ালে সরবরাহ করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।