চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্ধ হয়ে গেল কৃষিপণ্য স্পেশাল ট্রেন

AK Azad
জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৪ | আপডেট: ১:০৩ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কৃষিপণ্য পরিবহনে তেমন সাড়া না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর  থেকে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

উদ্বোধনের পর শনিবার এই ট্রেনটি দ্বিতীয় বারের মতো চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকা যাওয়ার কথা থাকলেও শুক্রবার রাতেই রেলওয়ে পাকশি বিভাগ থেকে ট্রেনটি বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের স্বাক্ষরিত নির্দেশে এই ট্রেন সার্ভিস বন্ধ করা হয় বলে জানিয়েছেন রহনপুর স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ।
কৃষিপণ্য পরিবহনের খরচ কমাতে বাংলাদেশ রেলওয়ে এই স্পেশাল ট্রেন চালুর পর গত ১৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম বার ট্রেনটি ঢাকার উদ্দেশে গিয়েছিল।কেনো কৃষিপণ্য  বুকিং না থাকায় রহনপুর  থেকে ফাঁকাই রওয়ানা দিয়েছিল। পথেও ওঠেনি কোনো পণ্য।
রহনপুর স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ বলেন, “উদ্বোধনের প্রথম দিনে কৃষিপণ্যবাহী এই স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নাচোল, আমনুরা জংশন থেকে কোন কৃষিপণ্য ওঠেনি। ফাঁকা গেছিল ট্রেন। দ্বিতীয় যাত্রায়ও কৃষিপণ্য পরিবহনে তেমন সাড়া না পাওয়া একবার চলার পরেই এ ট্রেন সার্ভিস বন্ধ করা হল।”
এই স্পেশাল ট্রেন চালুর পর রেলওয়ে সূত্রে জানানো হয়েছিল, খুলনা থেকে প্রতি মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে, পঞ্চগড় থেকে বৃহস্পতিবার সকাল ৭টায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে শনিবার সকাল সোয়া ৯টায় ট্রেনটি ছাড়বে।
পথে বিভিন্ন স্টেশন থেকেও পণ্য তোলার কথা আছে। সবকটি ট্রেন ঢাকার তেজগাঁও স্টেশনে থামবে।
প্রতি কেজি কৃষিপণ্য খুলনা থেকে ঢাকায় ১ টাকা ৪৭ পয়সা, যশোর থেকে ঢাকা ১ টাকা ৩৫ পয়সা, চুয়াডাঙ্গার থেকে ঢাকা ১ টাকা ৩০ পয়সা, ঈশ্বরদী থেকে ঢাকা ১ টাকা ৮ পয়সা, পার্বতীপুর থেকে ঢাকা ১ টাকা ৩৪ পয়সা, জয়পুরহাট থেকে ঢাকায় ১ টাকা ৩০ পয়সা, সান্তাহার থেকে ঢাকা ১ টাকা ১৯ পয়সা, রাজশাহী থেকে ঢাকা ১ টাকা ১৮ পয়সা, রহনপুর থেকে ঢাকা ১ টাকা ৩০ পয়সা ভাড়া ঠিক করা হয়েছিল।
এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে মাছ-মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে।