মাগুরায় সাবেক মেয়রের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাগুরা পৌরসভার সাবেক মেয়র এর বাস ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়া ভাঙচুর চালানো হয় শেখ মুজিবুর রহমানের ম্যুরালেও।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ইসলামপুর পাড়ায় অবস্থিত সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খুরশীদ হায়দার টুটুল বাড়িতে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ লাগানোর ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলটি প্রথমে মূল দরজা ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করে। এর পর একে একে চারতলা ভবনের প্রতিটি কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় দরজা-জানালার চৌকাঠে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।
এদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় পূর্ব ঘোষণা ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জড়ো হয় স্টেডিয়াম চত্বরে। এ সময় স্টেডিয়ামের পাশে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কিছুটা ভেঙে ফেলেন তারা। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ গেটে জড়ো হয় ছাত্র-জনতা। এর পর মিছিল নিয়ে সাবেক মেয়র খুরশিদ হায়দার টুটুলের বাড়িতে গিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।
আরও পড়ুন: পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
নাম প্রকাশে অনিচ্ছুক মাগুরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কোনো নেতাকর্মীকেই স্বস্তিতে রাখা হবে না। যারা নতুন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, আমরা সম্মিলিতভাবে তাদের অপশক্তি প্রতিরোধ করব।