কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রধান শিক্ষক স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বৈদ্যুতিক পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানা পুলিশ জানান।

নিহতরা হলেন- উপজেলার কির্ত্তুনিয়া ইছব আলী ভুইঁয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ ভুঁইয়া (৫৫)। সে সেলদিয়া গ্রামের মোমতাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী ফেরদৌসি আক্তারেরও (৪০) মৃত্যু হয়েছে। ফেরদৌসি একই গ্রামের দবির উদ্দিনের মেয়ে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

পুলিশ ও স্বজনরা জানান, বিকালে শহীদুল্লাহ বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরতে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটি চালু করতে গিয়ে শহীদুল্লাহ প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে গুরুতর অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এসময় তারা মিয়া নামে অপর একজন প্রতিবেশী আহত হয়। 

মৃত শহীদুল্লাহ ভুঁইয়া স্থানীয় কৃষক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন বলে জানা যায়। মৃত্যুকালে সে তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

কাপাসিয়া থানার এসআই আব্দুল হালিম বলেন, স্বামী-স্ত্রীর লাশ থানায় নিয়ে এসেছেন স্বজনরা। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।