নোয়াখালীতে ছাত্র আন্দোলনে হামলাকারী অতিরিক্ত পুলিশ সুপার রাজীবের বিরুদ্ধে চার্জ গঠন

নোয়াখালীতে আন্দোলন দমনে ছাত্র-জনতার মিছিলে বর্বর হামলাকারী অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীবের বিরুদ্ধে এবার আদালতে স্ত্রীর যৌতুকের মামলায় চার্জ গঠনের আদেশ দিয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিচারক সারাহ ফারজানা হক এ আদেশ দেন। বাদীর আইনজীবী ও আদালতের বেঞ্চ সহকারী সূত্রে এ তথ্য জানা গেছে।
বাদীর আইনজীবী জুলফিকার আলী জানান, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) যৌতুকের মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিলো। এদিন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। অপর পক্ষ অব্যাহতির বিরোধিতা করেন। দুপক্ষের শুনানি শেষে ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত-১৫ এর বিচারক সারাহ ফারজানা হক রাজিবের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
আলোচিত এই পুলিশ কর্মকর্তা রাজিবের বিরুদ্ধে নোয়াখালীতে ছাত্র আন্দোলন দমনসহ নানা গুরুতর অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে এখনও প্রশাসনিক কোন ব্যবস্থা নেয়া হয়নি। তাকে খুলনাতে বদলি করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনালের আদেশে নোয়াখালীর তৎকালীন পুলিশ সুপার আসাদুজ্জামানকে আটক করা হলেও হামলার নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এখনো বহাল তাকায় প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
৩১তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা নাজমুল হাসান রাজিব এর আগে নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৩ সাল থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত তিনি র্যাবে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, আগের বিয়ে গোপন রেখে ২০২৩ সালে প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করেছেন। এছাড়া জাল-জালিয়াতি ও শারীরিক-মানসিক নির্যাতনসহ ভ্রূণ হত্যার দায়ে তার বিরুদ্ধে আদালতে পৃথক মামলা বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার