শেরপুরে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ট্রাকভর্তি বালু জব্দ সহ সবুজ মিয়া (৪০) নামের এক ট্রাক ড্রাইভারকে ৫০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান কেেরছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০এপ্রিল) দুপুরে এই দণ্ডাদেশ প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার ভোরে গোপনে সংবাদ পেয়ে ঝিনাইগাতী উপজেলা সদরে অবৈধ বালুভর্তি একটি ট্রাক ড্রাইভার সহ আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০-৪ ধারা লঙ্গনে একই আইনের ১৫ এর (১) অপরাধে অপরাধী হওয়ায় সবুজ মিয়া নামের এক ট্রাক ড্রাইভারকে ৫০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল।
দন্ডপ্রাপ্ত ট্রাকড্রাইভার সবুজ মিয়া জেলার সদর উপজেলার সাতপাকিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।