টাঙ্গাইলে মেয়েকে উত্যক্ত করায় শাসন, বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন এমন অভিযোগে উত্তেজিত অভিভাবকরা তাকে অফিস কক্ষে ঢুকে জুতাপেটা করেন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছর এপ্রিল মাসে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন আব্দুল জব্বার। ঘটনার দিন হঠাৎ কয়েকজন নারী অভিভাবক তার অফিস কক্ষে প্রবেশ করে চড়াও হন। সহকারী শিক্ষক সাজেদা বেগমসহ কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তাদের ওপরও ক্ষিপ্ত হন।
এ সময় স্থানীয় কয়েকজন যুবক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে বিদ্যালয় মাঠে অভিভাবক ও এলাকাবাসী জড়ো হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে
অভিযোগকারীদের মধ্যে জাহিন ওরফে জাহি, ঝুমা বেগম ও সুমি বেগম দাবি করেন, “শ্রেণিকক্ষে পাঠদানকালে প্রধান শিক্ষক আমাদের মেয়েদের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন।”
সহকারী শিক্ষক সাজেদা বেগম বলেন, “বিষয়টি সকালেই প্রধান শিক্ষককে জানানো হয়েছিল। এরপরই অভিভাবকরা এসে তাকে আক্রমণ করেন। আমরা অনেক চেষ্টা করে তাকে সেখান থেকে বের করে আনি।”
অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার সব অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি একটি ষড়যন্ত্র। আমার মেয়েকে উত্ত্যক্তকারী এক যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে। তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।”
মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনার তদন্তে সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও নাজমুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের প্রাথমিক ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
ঘটনার পরপরই মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত অভিভাবকদের শান্ত করেন। তিনি বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”