জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আ.লীগ নেতা মাসুদ আটক

Sadek Ali
শেখ ইমন আহমেদ, মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ন, ১৬ মে ২০২৫ | আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাধবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা উপজেলার জগদীশপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে। মাসুদ খান মাধবপুর উপজেলার বেজুরা গ্রামের বাসিন্দা এবং হাজী জাহেদ খানের পুত্র।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই সাদেকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনী চেয়ারম্যান মাসুদ খানকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া একটি মামলায় একাধিক অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চলমান অভিযানের অংশ হিসেবে পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।