সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক হিরা
নগরকান্দায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

ফরিদপুরের নগরকান্দায় দলিল লেখক সমিতির ২০২৫- ২০২৬ সালের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর তালুকদার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আনিচুর রহমান খান (হিরা)।
আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ
শনিবার সকাল ১০ টা হতে বেলা ১ টা পর্যন্ত ভোট গণনার সময় নির্ধারন করা হলেও নির্ধারিত সময়ের ১ ঘন্টা আগেই নির্বাচন সম্পন্ন হয়। মোট ৪১ জন ভোটারের মধ্যে ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুধু মাত্র সভাপতি পদে সরাসরি ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মো. জাহাঙ্গীর তালুকদার ৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী কাজী জাকির হোসেন (রাজু) পেয়েছেন ১০ ভোট।
বাকি সকল পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কমিটির বাকিরা হলেন সহ-সভাপতি আ. সাত্তার খান, সহ- সাধারণ সম্পাদক, মো. সুফি আলম (মিন্টু), সাংগঠনিক সম্পাদক, কাজী ওহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ, মোঃ মজিবর রহমান। এছাড়া সদস্য পদে মো. কবির হোসেন মিঞা, মো. মিরান হোসেন, মো. মেজবাহ উদ্দিন, মো. কামাল হোসেন ও মো. আনোয়ার হোসেন নির্বাচিত হন।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন মোঃ মাহবুব আহাদ নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান পান্নু ও মো. লাভলু মাতুব্বর। শত শত উৎসুক জনতা নির্বাচন দেখতে কেন্দ্রের বাহিরে অপেক্ষা করতে থাকেন।
নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, শামা ওবায়েদ ইসলাম রিংকু, নগরকান্দা উপজেলা জামাতের আমির ও নগরকান্দা- সালথা আসনের জামাতের এমপি প্রার্থী মো. সোহরাব হোসেন, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মো. শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন প্রমূখ।