রাজধানীতে বাজার করতে গিয়ে ‘মবের শিকার’ পুলিশের সাবেক ওসি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৫ | আপডেট: ৭:৪৭ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে বাজার করতে গিয়ে ‘মবের শিকার’ হয়েছেন পুলিশের সাবেক ওসি মাসুদুর রহমান। 

বৃহস্পতিবার বেলা ১১ টায় মিরপুর ৬ নম্বর কাঁচা বাজারে ফ্যামিলির জন্য বাজার করতে গেলে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী পরিচয়ে ১০-১২ জন মব সৃষ্টি করে ওই সাবেক ওসিকে আটকে রেখে মারধর করে। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

ওই ওসির নাম মাসুদুর রহমান। তিনি রাজবাড়ি জেলার কালুখানি থানা ও রাজবাড়ি সদরের সাবেক ওসি ছিলেন। বর্তমানে পিবিআই ফরিদপুরে কর্মরত। ২০১৭ সালের আগে তিনি মিরপুরের বিভিন্ন থানায় এস আই হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচা বাজারে পরিবারের জন্য বাজার করতে যান। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী পরিচয়ে ১০ থেকে ১২ জন মব সৃষ্টি করে ইন্সপেক্টর মাসুদুর রহমানকে আটকে রেখে মারধর করেন। এক পর্যায়ে হামলাকারীরা নেতাকর্মীরা তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

পুলিশ জানায়, মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচা বাজারে ইন্সপেক্টর মাসুদুর রহমানকে বাজার করতে দেখে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও রাজিব তাদের ১০-১২ জন সহযোগিকে খবর দেয়। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও রাজিবের সহযোগিরা বাজারে এসে তাকে (মাসুদুর রহমান) ঘিরে ফেলেন। এ সময় তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। পরে এই পুলিশ কর্মকর্তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে চাঁদা দাবি করে হামলাকারীরা।

সবশেষ পুলিশ ঘটনাস্থলে এসে মাসুদুর রহমানকে উদ্ধার করে স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মীকে আটক করে।

এ ব্যাপারে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচাবাজার থেকে এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আটকও আছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।