ঘুমধুম সীমান্তে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. শহিদ (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ জুন ) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান আসার খবরে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ দল সীমান্তবর্তী জামালের ঘের এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে ভোর ৬টা ১০ মিনিটের দিকে একজন সন্দেহভাজনকে ব্যাগসহ সীমান্ত পার হতে দেখে চ্যালেঞ্জ করে টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. শহিদ (১৯)। তিনি এফডিএমএন ক্যাম্প নং-০৮, ব্লক-বি/৭৪ এর বাসিন্দা হোসেন আহম্মেদের ছেলে। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।
আরও পড়ুন: রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
আটককৃতের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।