পটুয়াখালীর টেংরাখালীতে সাড়ে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ

Sadek Ali
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৪৯ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর টেংরাখালী এলাকায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে আনুমানিক ৪ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের প্রায় ১ কোটি ৫৫ লাখ পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: টঙ্গীতে পরিত্যক্ত কার্টুন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তরের যৌথ দল পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কুয়াকাটা থেকে বাগেরহাটগামী একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে প্রায় ১ কোটি ৫৫ লাখ পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৬৫ লাখ টাকা। জব্দকৃত রেণুগুলোর প্রকৃত মালিক শনাক্ত না হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত রেণুগুলো লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে। যার ফলে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।