বাউফলে ইউপি সদস্য ও যুবলীগ সভাপতি হারুন ইয়াবাসহ গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হারুন মৃধা (৪৬) নওয়ামালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়াও তিনি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
স্থানীয়রা জানায়, হারুন মৃধা ইউনিয়নের ‘নিজ বটকাজল’ এলাকার বাসিন্দা এবং মৃত হাফেজ আলী মৃধার ছেলে। বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওয়ামালা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাসের অপরাধ জগতের খলিফা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার