শ্রীপুরে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। পরে নির্যাতিত নেতাকর্মীদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের সী-গাল রিসোর্টে এসব কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
কারা নির্যাতিত জাতীয়তাবাদী ঐক্য ফোরাম শ্রীপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানের শুরুতে কারা নির্যাতিতরা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের নেতৃত্বাধীন পুলিশ লীগ ও তাদের দলীয় নেতাকর্মীদের দ্বারা তাদের উপর নির্য়াতনের বর্ণনা দেন। বক্তব্য তারা বলেন, বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘর দখল করে নেয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের দলীয় লোকজন। তাতেই তারা ক্ষান্ত হননি নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সদস্যদেরকেও বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করেন। উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সামনে নিজের ওপর নির্যাতনের কাহিনী বর্ণনা করে অনেক কারা নির্যাতিত নেতাকর্মীরা চোখের জল ফেলেছেন। এসময় প্রধান অতিথিও তাদের সাথে চোখের জল মুছতে দেখা যায়।
আরও পড়ুন: পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
আয়োজক কমিটির সভাপতি আরিফুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সারধারাণ সম্পাদক এস এম ফরহাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোছলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম মোড়ল শামীম, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, অধ্যাপক রফিকুল ইসলাম, আবদুল হান্নান সজল, আবুল হোসেন প্রধান, মিনহাজ উদ্দিন সরকার কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানাসহ কারা নির্যাতিত নেতাকর্মী ও দলের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।