লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবীদের নিয়ে খাল পরিষ্কারে ইউএনও’র অভিযান

লক্ষ্মীপুর শহরের রহমতখালী খাল পরিষ্কারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ জুলাই) সকাল থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার নেতৃত্বে এই কার্যক্রম শুরু হয়।
পরিষ্কার অভিযানে অংশ নেয় বিডি ক্লিন ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রশাসনের উপস্থিতিতে খাল থেকে কচুরিপানা, আবর্জনা ও দীর্ঘদিন জমে থাকা ময়লা অপসারণ করা হয়।
আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ
অনেক দিন পর প্রশাসন ও তরুণ স্বেচ্ছাসেবীদের এই সমন্বিত উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
তাদের মতে, বর্ষা শুরুর আগেই এমন উদ্যোগ কার্যকর হলে শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। ২০২৪ সালের বর্ষায় লক্ষ্মীপুর শহরের বহু এলাকা দীর্ঘদিন পানির নিচে ছিল। তখন খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এবং খালে ময়লা-আবর্জনা জমে থাকায় পানি সরে যেতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকে এবছর আগেভাগেই খাল পরিষ্কারের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন নাগরিকরা।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
এ সময় ইউএনও’র নেতৃত্বে খালের ভেতর মাছ ধরার জন্য পেতে রাখা বেশ কয়েকটি বেলজাল ও অন্যান্য ফাঁদ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম বলেন, পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাঁধ, অবকাঠামো অপসারণ, ৭টি ভেসাল জাল অপসারণ ও জনসম্মুখে বিনষ্টকরণসহ কচুরিপানা পরিষ্কার করে পানি চলাচলের রাস্তা সচল করা হয়। লক্ষ্মীপুর শহরের খালগুলোকে দখল ও দূষণমুক্ত করতে খুব দ্রুত বড় পরিসরে আরও অভিযান চালানো হবে।