মা ও স্ত্রীকে মারধরে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে মাদকাসক্ত যুবকের মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় মা ও স্ত্রীকে মারধরের ঘটনায় গণপিটুনিতে হাবিবুর মোড়ল (৩০) নামে এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) রাতে উপজেলার আটারই গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন। নিহত হাবিবুর মোড়ল ওই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে।
হাবিবুরের মা পারুল বেগম জানান, আমার ছেলে নেশাগ্রস্ত ছিল। সে প্রায় সময় আমাকে এবং ওর স্ত্রীকে মারধর করতো।
আরও পড়ুন: মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
স্ত্রী শান্তা বলেন, নেশার টাকার জন্য ও প্রায় সময় আমাদের ওপর নির্যাতন চালাতো। আজ রাতেও ও আমার শাশুড়ির কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। মা টাকা দিতে না চাইলে, ও আমাদের বেদম মারধর শুরু করে। এ সময় এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করে এবং ওকে ধরে মারধর করে, পরে তার মৃত্যু হয়।
তালা থানার ওসি মঈন উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ তালা উপজেলা হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে নারীকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি নীরব গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত জীবনযাপন করছিল এবং পরিবারের ওপর নিয়মিত নির্যাতন চালাত। শেষপর্যন্ত পরিবারের দুই নারী সদস্যের চিৎকারে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।