টাঙ্গাইলে ট্রেনে যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ সিএনজি চালক গ্রেপ্তার

Sadek Ali
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৫ | আপডেট: ৭:৪৭ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলে ট্রেনে বিভ্রান্ত হয়ে নামা এক যুবতী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন টাঙ্গাইল সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকার দুলাল চন্দ্র দাশ (২৮), সজিব খান (১৯) এবং রুপু মিয়া (২৭)। তারা সবাই পেশায় সিএনজি চালক।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

ভুক্তভোগী জানান, শুক্রবার রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ঢাকায় আসেন এবং ভুল করে উত্তরবঙ্গগামী ট্রেনে উঠে পড়েন। ঘুম ভেঙে জানতে পারেন তিনি টাঙ্গাইলে চলে এসেছেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি ঘারিন্দা রেলস্টেশনে নেমে জিআরপি পুলিশকে বিষয়টি জানান।

এ সময় জিআরপির এক সদস্য সিএনজি চালক দুলালের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যিনি ঢাকায় ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলেন। দুলাল তাকে স্টেশনের পেছনের কাঠবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে রুপু মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে রুপু ও সজিব মিলে আবার ধর্ষণ করে।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

ভোরে ওই তরুণী রেলস্টেশনে ফিরে এসে পুলিশকে জানালে টাঙ্গাইল থানা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।

ওসি তানভীর আহমেদ বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।