বাউফল উপজেলা যুবলীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার

Sadek Ali
মো. জসীম উদ্দিন, বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:০১ পূর্বাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 ১৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও  বাউফল উপজেলা যুব লীগের সভাপতি ও ১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান  সিরাজকে(৫২) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকালে ঢাকার খিলগাও আফতাব নগরের একটি বাসা থেকে পুলিশ ও ‌‌‌র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি জাকির, সাধারণ সম্পাদক জাকারিয়া

থানা সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী  যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলায় ১৮ বছর সাজা দিয়েছে আদালত।

মামলার বাদি হলেন উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের চৌমোহনী এলাকার মো. মোসলেম উদ্দিন। তিনি ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর  এলাকা  ছেড়ে গা ঢাকা দেন।

আরও পড়ুন: নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বাউফল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান সরকার  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাউফল থানার এসআই মনিরুজ্জামান খানের নেতৃত্ব ঢাকা র‍্যাব-২ ও র‍্যাব-৩ এর সদস্যরা শাহজাহান সিরাজকে গ্রেপ্তার করে। রবিবার সকালে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামী শাহজাহান সিরাজকে বাউফল থানার  আনা হবে।