নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক আহবায়ক, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মান্নানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে এমএ মান্নানের অনুসারী স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে রবিবার (২১ ডিসেম্বর) নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে।
আরও পড়ুন: পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি জাকির, সাধারণ সম্পাদক জাকারিয়া
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল ইসলামসহ বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচি এবং জনসম্পৃক্ততা রাজনীতির মাধ্যমে অ্যাডভোকেট এমএ মান্নান একটি সুদৃঢ় রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছেন। তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখনও শক্ত অবস্থানে থাকার কারণেই বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মনোনয়ন ফরম সংগ্রহের সময় নেতাকর্মীরা এলাকার সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের মতে, নবীনগরের রাজনৈতিক বাস্তবতায় অভিজ্ঞ ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন, যা অ্যাডভোকেট এমএ মান্নানের মাধ্যমে সম্ভব।





