পটুয়াখালীতে শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর ঝাউতলা হৃদয় তরুয়া চত্বরে বিপ্লবী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর অনুষ্ঠিত এই কর্মসূচিতে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে পটুয়াখালীর সর্বদলীয় ঐক্যের আয়োজনে একটি মিছিল বের হয়ে পটুয়াখালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন এবং হাদীর হত্যার পেছনের মাস্টারমাইন্ডদের শনাক্ত ও গ্রেপ্তারের জোর দাবি জানান।
আরও পড়ুন: সিলেটের কোম্পানীগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীতে নির্বাচনী প্রচারণা পরবর্তী সময়ে গুলিতে গুরুতর আহত হন এবং তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় তাকে সিঙ্গাপুরে প্রেরণ করা হয়, যেখানে ১৮ ডিসেম্বর তিনি মারা যান বলে নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসান, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটুয়াখালী সর্বদলীয় জুলাই ঐক্যের সভাপতি আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী সর্বদলীয় জুলাই ঐক্যের সমন্বয়ক আতিকুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, এনসিপির যুগ্ম সমন্বয়কারী বশির আহমেদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মো. মিরাজ ইমতিয়াজ, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নূর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তোফাজ্জল হোসেন প্রমুখ।
আরও পড়ুন: নরসিংদীতে মাদক ও সন্ত্রাসরোধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত





