বাউফলে মাদক সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

Sanchoy Biswas
মো. জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৪৪ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে মাদক সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আরিফ (২৫), তার বাবা আউয়ুব আলী সিকদার (৭০), চাচা সেলিম সিকদার (৪৬) এবং দাদি চাঁন বানু (৯৫)।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় আবুল হোসেন, জুয়েল, আরিফ ও কাওসারসহ কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিল। এসময় ভুক্তভোগী আরিফ তাদের বাধা দিলে তার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। আরিফকে রক্ষায় তার বাবা, চাচা ও দাদি এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা।

পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে আউয়ুব আলী, চাঁন বানু ও সেলিমকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, "বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"