তাড়াইলে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

Any Akter
ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:০৬ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল  উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) ধলা ইউনিয়নের অন্তর্গত কলুমা গ্রামে   কলুমা সমাজ কল্যাণ ঐক্য পরিষদের অফিসে এই মেডিকেল ক্যাম্পে চার শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন। 

দিনব্যাপী এ আয়োজনে ধলা ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা হৃদরোগ, মেডিসিন, গাইনি, চর্ম, বাত ব্যাথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।  

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে আয়োজিত ওই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন তাড়াইল  জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান,তাড়াইল উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি রবিউল ইসলাম,কলুমা সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি রফিকউদ্দিন খান (টিপু),সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুয়া,ধলা ইউনিয়ন সভাপতি আব্দুল বাতেন, দিগদাইড় ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম ,  বারঘড়িয়া ইউনিয়নের জামায়াত মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আসাদুল্লাহ আল গালিব, তাড়াইল  ইসলামী ছাত্র  শিবিরের সভাপতি নাইম ইসলাম ।

কলুমা মানব কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুয়া  বলেন, ডাক্তার জেহাদ খান এই প্রত্যন্ত অঞ্চলে এসেছেন, এতে এলাকাবাসী সবাই খুশি। তার মতো এত বড় ডাক্তার এই এলাকায় এসেছেন তাতে সবাই মুগ্ধ।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

তিনি বলেন, এই এলাকা থেকে হাসপাতাল অনেক দূরে।  এরকম মেডিকেল ক্যাম্প নিয়মিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। গ্রামের হাফেজ মাওলানা ইউসুফ বলেন, ডাক্তার জেহাদ খান খুব ভালো মানুষ।  তিনি জামিয়া ইমদাদিয়ার ছাত্র ছিলেন। এরকম মানুষ এমপি হলে করিমগঞ্জ -তাড়াইলের মানুষ উপকৃত হবে।