কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী কটকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যানও আটক করা হয়।
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের টহলদল ৪ সেপ্টেম্বর ভোরে পালপাড়া এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি মিনি কাভার্ড ভ্যান থেকে ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।
বিজিবি জানায়, বিধি মোতাবেক জব্দকৃত মালামাল কাস্টমসে জমা করা হয়েছে।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার





