রামগঞ্জে জমি বিরোধের হামলায় জামায়াত নেতা নিহত, আটক-২

Sanchoy Biswas
মনির হোসেন বাবুল, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৪২ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (২৮) নামের ওয়ার্ড জামায়াত সভাপতি নিহত হয়েছেন। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার ওই এলাকার বাসিন্দা এবং এক সন্তানের জনক। এ ঘটনায় তার মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) আহত হয়েছেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত কামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) কে আটক করেছে।

সানোয়ারের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে চাচা কামাল হোসেনের বিরোধ চলে আসছিল। দুপুরে সানোয়ার পুকুরঘাটে গেলে সেখানে তাকে মারধর করা হয়। পরে চিৎকার শুনে তিনি গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় কামাল হোসেন ও তার দুই ছেলে সানোয়ারের মা ও ভাইকেও পিটিয়ে আহত করে।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

আহত হাসিনা বেগম হাসপাতালের শয্যা থেকে বলেন, কথায় কথায় আমার দেবর কামাল হোসেন আমাদের ওপর হামলা চালাতো। আজ প্রকাশ্যে শাবল দিয়ে মাথায় আঘাত করলে আমার ছেলে সানোয়ার ঘটনাস্থলেই মারা যায়।