বিয়ের অনুষ্ঠানে মদপানে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩ জন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মদপানে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত একে একে মারা যান তারা।

নিহতরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

স্থানীয়দের বরাতে জানা যায়, কাঠাদিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে মদপানের ঘটনা ঘটে। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত চারজনের মৃত্যু হয় এবং মরদেহ দাফনও সম্পন্ন হয়।

কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান জানান, অতিরিক্ত মদপানের কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

এ ঘটনায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

টঙ্গীবাড়ি থানার ওসি বলেন, চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রশাসনকে না জানিয়েই মরদেহ দাফন করা হয়েছে।