ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তি: ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্বাচনী আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে কয়েক হাজার মানুষ ভাঙ্গার বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেন। পুকুরিয়া, মাধুপুর, মনসুরাবাদ, নওপাড়া, হামিরদী, সুয়াদি, ভাঙ্গা বাসস্ট্যান্ড ও রেললাইনে গাছ ফেলা ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়। এতে উভয় পাশে ২০ থেকে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার নির্বাচন কমিশন ৩০০ আসনের নতুন সীমানা প্রকাশ করে। এর মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার ৯ ঘণ্টা ধরে অবরোধ হয়, যা প্রশাসনের অনুরোধে স্থগিত করা হয়েছিল। কিন্তু আশ্বাস না পেয়ে মঙ্গলবার পুনরায় অবরোধ শুরু হয়।
প্রতিবাদে অংশ নেওয়া তফসির আলম মিঠু বলেন, আমাদের প্রিয় দুটি ইউনিয়নকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। আমরা এটা কোনোভাবেই মানব না। আমাদের ইউনিয়নগুলোকে ভাঙ্গা আসনের মধ্যেই ফিরিয়ে দিতে হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল ও ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে সহ সব মহাসড়কে স্থানীয়রা বিক্ষোভ করছেন। ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন চালাচ্ছেন।





