বাউফলে কলা খাবার সময়ে গলায় আটকে শিশুর মৃত্যু

Sanchoy Biswas
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৪ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালী বাউফলে মোতালেব (০৪) নামের এক শিশু কলা খাওয়ার সময় গলায় আটকে মারা গেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

নিহত মোতালেব ওই ইউপির বড় ডালিমা গ্রামের ৭নং ওয়ার্ডের সোহেল প্যাদার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার সময় দুই ভাই-বোন মরিয়ম (৭) ও মোতালেব (৩ বছর ৭ মাস) কলা খাওয়ার পাশাপাশি বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ মোতালেব বমি করে অসুস্থ হয়ে পড়ে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

মা নাসরিন আক্তার বলেন, আমার তিন মেয়ের পরে ছেলে। ছোট দুই ভাই-বোনকে কলা খেতে দিয়েছিলাম। এর পরে আর কিছু বলতে পারি না।

নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, মোতালেব অসুস্থ হয়ে পড়লে মোটরসাইকেলযোগে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ওই সময় হা করে নিশ্বাস নিয়েছিল। জরুরি বিভাগে নিয়ে আসার পর সে মারা যায়।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত ইসিজি করি। এরপরেই নিশ্চিত হই শিশুটি মারা গেছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, এ বিষয়ে হাসপাতাল থেকে কিছু জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।