গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে পূজামণ্ডপের সহসভাপতি গ্রেফতার
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকায় পূজামণ্ডপের পাশে আট বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ ঘটনায় পূজামণ্ডপ কমিটির সহসভাপতি ভজেন্দ্র সরকারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের পূজামণ্ডপে পূজা-অর্চনা চলাকালে মণ্ডপের সহসভাপতি ভজেন্দ্র সরকার শিশুটিকে খেলার স্থান থেকে ডেকে নিয়ে নিজ বাসায় যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরিবার বিষয়টি পুলিশকে জানালে অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে দ্রুত গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
কাশিমপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, ঘটনার সঙ্গে জড়িত ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
গ্রেফতার হওয়া ভজেন্দ্র সরকার সুরাবাড়ী এলাকার বাসিন্দা এবং আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপ কমিটির সহসভাপতি। তিনি স্থানীয় মেঘলাল সরকারের ছেলে।





