ধর্মপাশায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত

Sanchoy Biswas
মো. শফিকুল ইসলাম, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৪৫ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে ৫ অক্টোবর রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর কবির।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ. টি. এম. নাজমুল হক, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ রায় এবং নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন প্রমুখ।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

আলোচনা সভায় বক্তাগণ বলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। সম্মান জানাই সকল শিক্ষকদের, যারা জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।