দোয়ার মাহফিলে অসুস্থ হয়ে এ্যানির শ্বশুর শিল্পপতি আব্দুর রশিদ ভূঁইয়ার ইন্তেকাল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২০ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার, ঢাকা হাইড এণ্ড স্কীনস্-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার সুজ ও ফুটওয়ার এক্সপোর্টস অ্যাসোসিয়েশন-এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’র শ্রদ্ধেয় শশুর— জনাব মোঃ আব্দুর রশিদ ভূঁইয়া মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৫.০০ ঘটিকায় বিসিক শিল্প নগরীতে ঢাকার হেমায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণকালে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না-ইলাইহি রাজিউন)।

মরহুমের নামাজে জানাযা বুধবার (৩ ডিসেম্বের) সকাল ১০:৩০ ঘটিকায় রাজধানীর লেদার কলেজ মাঠ, হাজারীবাগে অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

জানাযা শেষে মরহুমে মরদেহ নিজ জন্মস্থান নোয়াখালীর কাবিলপুর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

মরহুমের নামাজে জানাযায় আপনাদেরকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে আহবান জানানো হলো। 

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার