স্বামীর বাড়িতে ৬ দিন ধরে অনশনে স্ত্রী
ভালোবেসে বিয়ে করেও ঘর বাঁধতে পারছেন না এক তরুণী। স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৬ দিন ধরে স্বামীর বাড়ি লক্ষীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের জাঝিরা এলাকায় মুসা ব্যাপারীর বাড়িতে অনশন করছেন তিনি।
দুই বছর আগে ওই এলাকার মো. হাকিমের ছেলে আবুল কালাম (কালু)-এর সঙ্গে তার বিয়ে হয়। ওই তরুণীর বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট গ্রামের গোলাম মোহাম্মদ তালুকদার বাড়ির শাহাবুদ্দিনের মেয়ে।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
অনশনরত তরুণী জানান, ৩ বছর আগে কালুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে দুই বছর আগে পরিবারের অজান্তে তারা পালিয়ে বিয়ে করেন। বিয়ের পরে চট্টগ্রামে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা। কিছুদিন আগে তাকে ফেলে কালু বাসা ছেড়ে গোপনে তার গ্রামের বাড়িতে চলে আসেন এবং তার ব্যবহৃত ফোনটি বন্ধ করে রাখেন। কয়েকদিন পর তিনি ফেসবুকে দেখতে পান, কালু নতুন করে আবার বিয়ে করেছেন এবং বিয়ের ছবি ফেসবুকে দিয়েছেন। পরে বিভিন্ন মাধ্যমে এলাকার ঠিকানা সংগ্রহ করে তিনি বাড়িতে এসে কোনো উপায় না পেয়ে গত ০২ অক্টোবর কালুর বাড়িতে আসেন এবং স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন।
তবে কালু ও তার বাবা এবং ভাবি তাকে ঘরে ঢুকতে বাধা দেন। এই সুযোগে কালু আত্মগোপনে চলে যান। ফলে কালুর বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
চর ফলকন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য বাবুল মেম্বার বলেন, “বিষয়টি জেনেছি, দুটি পক্ষ নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। কমলনগর থানা একবার সমাধানের জন্য বসানো হয়েছিল, কিন্তু সেখানে কোনো সমাধান হয়নি। তবে এই ব্যাপারে একটা সমাধান করা হবে।”
কমলনগর থানার কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে সামাজিকভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা চলছে।”





