আধিপত্য বিস্তারকে কেন্দ্র রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

Sadek Ali
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহাসড়ক পরিণত হয়েছে রণক্ষেত্রে।

বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কুমিল্লা–সিলেট মহাসড়ক তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকে। উভয় পক্ষের শতাধিক মানুষ টর্চলাইটের আলোয় দেশীয় অস্ত্র—টেটা, বল্লম, লাঠি ও রড নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দিন আগে আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে রাজনৈতিক তর্কের জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম, আজিজ গোষ্ঠীর আক্তারকে চড় মারেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছিল।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

বুধবার বিকেলে শালিশ বৈঠকের মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। রাতে দুই পক্ষই মহাসড়কে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। তারই জের ধরে আজকের সংঘর্ষ হয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যৌথ বাহিনীর সহায়তায় সংঘর্ষ পুরোপুরি থামানো হয়। বর্তমানে এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে। ওসি জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।