কমলনগরে মহিলা মেম্বারের পতিতালয়ে অগ্নিসংযোগ, ৫৫ জনের নামে মামলা, মুসল্লীদের মানববন্ধন

Sanchoy Biswas
হাবিবুর রহমান, কমলনগর (লক্ষ্মীপুর)
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক মহিলা মেম্বার জাহানারা বেগম প্রকাশ জাইন্নার বসতঘরে পতিতালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আদালতে ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩৫ জনসহ মোট ৫৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনা ঘটে গত ১৯ অক্টোবর, রোববার রাত ৮ টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীরটেক এলাকায়। স্থানীয়রা জানান, ১৭ বছরের বেশি সময় ধরে জাহানারা বেগমের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দেহ ব্যবসা চালানো হতো তার বসতঘরে। স্থানীয়রা একাধিকবার নিষেধ করার পরও এসব কর্মকাণ্ড বন্ধ হয়নি।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে গিয়ে দুই নারীকে অনৈতিক কর্মকাণ্ডের সময় ধরে ফেলে। আটক নারীরা ফেনী জেলার বাসিন্দা। পরে জনতা বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাহানারা বেগম বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩৫ জনসহ ৫৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রতিবাদে শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লী ও সমাজবাসী হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকায় মানববন্ধন আয়োজন করেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ১৬-১৭ বছর ধরে মেম্বারের বসতঘরে যৌন ব্যবসা চললেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তারা দাবি করেন, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে বসতঘরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। মামলার কপি এখনো থানায় আসেনি, কপি হাতে আসার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।