চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জ সদর উপজেলায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সানোয়ার হোসেন সানু (৬০)। তিনি আলমপুর বাজার এলাকার বাদুল্লা মিয়ার ছেলে।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, ভোররাত ৩টা থেকে ৫টার মধ্যে সানোয়ার রায়গঞ্জ উপজেলার নিজামগাতি গ্রামের হাসান আলীর বাড়িতে গরু বা অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান। এ সময় বাড়ির লোকজন টের পেলে তিনি পালানোর চেষ্টা করেন এবং ফুলজোড় নদীতে ঝাঁপ দেন।
পরে নদী সাঁতরে পার হয়ে চকমোক্তারগাতি এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
ওসি আরও বলেন, নিহত সানোয়ারের বিরুদ্ধে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর থানায় দুটি ডাকাতিসহ মোট তিনটি মামলা রয়েছে।
পুলিশ বলেছে, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





