কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত, আহত ২

Sanchoy Biswas
হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩০ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার সেগুনবাগান হাঁসেরদীঘি এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

স্থানীয়রা জানান, নিহতরা সবাই কক্সবাজারগামী পর্যটক। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

পুলিশ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা মাইক্রোবাসটি ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প অতিক্রম করে ঝুঁকিপূর্ণ বাঁকে বিপরীত দিক থেকে আসা মারসা বাসের সঙ্গে মুখোমুখি হয়। সংঘর্ষে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে এখন পর্যন্ত ৫ জন নিহতের তথ্য জানিয়েছে পুলিশ।

এ দুর্ঘটনায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনার শিকার গাড়ি দুটি সড়ক থেকে সরানোর পর সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মেহেদী হাসান জানান, সকালে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন ওসি মেহেদী হাসান।